চিকিৎসক বন্ধু
একাধারে স্কুল এবং কলেজ লাইফের বন্ধু বক্ষব্যাধি হাসপাতালের কর্মব্যস্ত চিকিৎসক ডা:হামিমের মামার এন্জিওগ্রাম শেষে মাল্টি ভেসেল পিসিআই সম্পন্ন না হতেই হাজির,চেস্ট ডিজিজ রেসিডেন্সি কোর্সের ডা:মাসুদ তার ভাইকে নিয়ে।উনারও হার্টের রক্তনালীতে একাধিক ব্লক ধরা পড়লে মাল্টিপল স্টেন্টিং করতে হলো,
সপ্তাহ দুই আগে করেছিলাম ডেন্টাল সার্জন ডা:আফিফার আম্মুর।
সবার ইন্টারভেনশন ই ডান হাতের এনাটমিক্যাল স্নাপবক্স দিয়ে সম্পন্ন করা গিয়েছিলো।আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সবাই সুস্থ আছেন আলহামদুলি্লাহ।সকল চিকিৎসক ও তাঁদের পরিবার ভালো থাকুক,এই কামনা করি।আল্লাহ আমাদের সহায় হোন,আমিন।